1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ
প্রতারণার আরেক নাম খন্দকার মুশতাক আহমেদ  দুর্নিত ও ছাত্রী নির্যাতনকারী মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ  খুনি হাসিনাসহ সকল আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে –অধ্যাপক শাহিনুর ইসলাম। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করে সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ প্রতারনার ফাঁদে ফেলে “প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতারক স্ত্রীর বিরুদ্ধে। বাংলাদেশ মুজাহিদ কমিটির , ২৫ অক্টোবর বাবুগঞ্জ ওয়াজ মাহফিল নোয়াখালীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতার যশোরের কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ বিক্রেতা আটক পতেঙ্গার ফুটপাত দখল করে চাঁদাবাজির সাম্রাজ্য।

খুনি হাসিনাসহ সকল আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে –অধ্যাপক শাহিনুর ইসলাম।

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়েছেন

ঢাকা : ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় জিঞ্জিরার জনি টাওয়ার এলাকায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এবং পরে কদমতলী গোলচত্বর এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের এ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। দিনটিকে তারা ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছেন।
ঢাকা জেলা নায়েবে আমির অধ্যাপক শাহিনুর রহমান বলেন,“আজকের এই কালো দিবস আমাদের জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ন্যায় ও সত্যের পথে যারা সংগ্রাম করেছেন, তাদের রক্ত ও ত্যাগকে আমরা কখনো বৃথা যেতে দেব না। অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শুধু একটি কর্মসূচি নয়—এটি ন্যায়ের প্রতিষ্ঠার অঙ্গীকার।” তিনি আরও বলেন,আমাদের আমিরে জামায়াত বলেছেন, আমাদেরকে যদি একবার সুযোগ দেন এই দেশের ফ্যাসিবাদের অন্যায়-অত্যাচার কর্মকাণ্ডের সমস্ত শিকড় আমরা উপচে ফেলবো।“আমরা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। কিন্তু অন্যায়ের অন্ধকারে যারা দেশকে নিমজ্জিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। কালো দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা।” তিনি আরও বলেন, শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আর দ্বিতীয় কোন স্বৈরাচার, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী দেখতে চাই না। বাংলাদেশ জামায়াতে ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। খুনি হাসিনা সহ আওয়ামী লীগের দোসরদের এ বাংলার মাটিতেই ফাঁসি হবে ইনশাআল্লাহ। শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে কাজ করি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনে আমরা কখনো পিছিয়ে যাব না।”
এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে আয়োজিত ও
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান।কেরানীগঞ্জ মডেল জামায়াতের পূর্ব থানা আমির ডা:ইমাদুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা আমির মো:আব্দুর রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোঃ মাহমুদুর রহমান সিয়াম,কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি জনি টাওয়ার মোড় থেকে শুরু করিয়া কদমতলী গোল চত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও সহযোগী সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com